Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সেবা প্রদান প্রতিশ্রুতি
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর।

passport.jamalpur.gov.bd

 

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

1.ভিশন  মিশন

          ভিশনঃ জামালপুর জেলায় বসবাসকারী নাগরিকদের বহির্বিশ্বে ভ্রমণ নিরাপদ করা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজিকরণ।

          মিশনঃ জামালপুর জেলায় বসবাসকারী নাগরিকদের বহির্বিশ্বে ভ্রমণ নিরাপদ করার লক্ষ্যে সেবা প্রত্যাশী  নাগরিককে সহজে ও দ্রুততম সময়ে আন্তর্জাতিক মানের পাসপোর্ট প্রদান।


2. প্রতিশ্রুত সেবাসমূহ(নাগরিক সেবা)


সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

ইলেকট্রনিক(E-Passport) পাসপোর্ট ইস্যু

অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়।

1) অনলাইনে পূরণকৃত আবেদন 1 কপি, উল্লেখ্য হাতে লেখা আবেদন গ্রহণযোগ্য নয়।

2) 1(এক) কপি জাতীয় পরিচয়পত্র(NID- 20 বছরের উর্ধে) অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ(BRC-18 বছরের নিন্মে);18-20 বছরের বয়সীদের ক্ষেত্রে NID/ BRC প্রযোজ্য হবে।

  • অপ্রাপ্ত বয়ষ্ক (18 বছরের কম) যাদের NID নাই, তার পিতা/মাতা’র NID প্রযোজ্য হবে।
  • উল্লেখ্য যে NID/ BRC এর মূল কপি প্রদর্শন বাধ্যতামূলক;
  •  
  • 3) পাসপোর্ট ফি জমাদানের মূল ব্যাংক রসিদ।
  • 4) মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/অধস্তন অফিস এবং স্বায়ত্বশাসিত সংস্থা/কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে
  • আবেদনকারীর অনুকুলে প্রদত্ত অনাপত্তি সনদ(NOC/GO) ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েব সাইটে আপলোড/প্রদর্শিত থাকা।
  • 1 সেট আবেদন ফরম।
  • 1 কপি জাতীয় পরিচয়পত্র।
  • 5) কেবলমাত্র সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ভরশীল স্বামী/স্ত্রী এর ক্ষেত্রেঃ
  • NOC ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েব সাইটে আপলোড/প্রদর্শিত থাকা।
  • 1 সেট আবেদন ফরম।
  • 1(এক) কপি জাতীয় পরিচয়পত্র(NID- 20 বছরের উর্ধে)  এবং 18-20 বছরের বয়সীদের ক্ষেত্রে NID/ BRC প্রযোজ্য হবে।
  • 6) সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ভরশীল (15 বছরের কম বয়সীসন্তানের ক্ষেত্রেঃ
  • NOC ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েব সাইটে আপলোড/প্রদর্শিত থাকা।
  • 1 সেট আবেদন ফরম।
  • 1(এক) কপি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ(BRC) এবং পিতা/মাতা’র NID প্রযোজ্য হবে।
  • 7) কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের এবং তাদের উপর নির্ভরশীল স্বামী/স্ত্রী এর ক্ষেত্রেঃ
  • 1 সেট আবেদন ফরম।
  • 1(এক) কপি জাতীয় পরিচয়পত্র(NID)
  • অবসর আদেশ/পেনশন বইয়ের ফটোকপি
  • এক্ষেত্রে অবসর আদেশ/পেনশন বইয়ের মূল কপি প্রদর্শন বাধ্যতামূলক:
  • 8) দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত আদেশ।
  • 9) রি-ইস্যু আবেদনের ক্ষেত্রেঃ
  • অপরিবর্তিত তথ্যের আবেদনে ফরম পূরণ সহ পাসপোর্ট এর ফটোকপি।
  • পরিবর্তিত তথ্যের আবেদনে ফরম পূরণসহ পাসপোর্ট এর ফটোকপি।
  • পূর্ববর্তী মূল পাসপোর্ট প্রদর্শন বাধ্যতামূলক।
  • উল্লেখ্য, হারানো(LOST) ই-পাসপোর্ট এর ক্ষেত্রে মূল জিডি(GD) দাখিল করতে হবে তবে কোনরূপ তথ্য পরিবর্তনযোগ্য নয়।
  • 10) প্রযোজ্য ক্ষেত্রে স্বামী/স্ত্রী’র নাম অর্ন্তভুক্তির ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা/কবিননামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা।
  • 11) 0-6 বছর বয়সের আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের গ্রে ব্যাকগ্রাউন্ড যুক্ত বডার বিহিন ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবি।
  • 12) তথ্য পরিবর্তনের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ জারিকৃত 58.00.000.043.32.007.17(অংশ).63, 28 এপ্রিল 2021 পরিপত্র মোতাবেক প্রযোজ্য জকুমেন্ট দাখিল করতে হবে।

ই-পাসপোর্ট ওয়েব সাইট www.epassport.gov.bd

এ আবেদন সহ নির্দেশনা রয়েছে।

পৃষ্ঠা

সংখ্যা

মেয়াদ

বিতরনের ধরণ ও সেবা প্রদানের সময় সীমা

সাধারণ

(21 দিন)

জরুরী

(10 দিন)

48 পৃষ্ঠা

5 বছর

4025

টাকা

6325

টাকা

10 বছর

5750

টাকা

8050

টাকা

64 পৃষ্ঠা

5 বছর

6325

টাকা

8625

টাকা

10 বছর

8050

টাকা

10350

টাকা

*15% ভ্যাট সহ।


  • এ-চালান(Automated Challan) এর মাধ্যমে জমাকৃত ফি গ্রহণযোগ্য হবে।

  • 18 বছরের নিম্নে এবং 65 বছরের উর্ধে সকল আবেদনকারীর ক্ষেত্রে ই-পাসপোর্ট এর মেয়াদ 5 বছর হবে।
  • নতুন আবেদনের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট সেবা প্রাপ্য।
  • পূর্বপর্তী পাসপোর্ট এবং NID/ BRC এর মধ্যে তথ্য গড়মিল থাকিলে প্রধান কার্যালয় এর অনুমোদন/ক্লিয়ারেন্স সাপেক্ষে পাসপোর্ট সেবা প্রাপ্য।


3. আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিক নং

প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করনীয়

1

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান।

2

নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় ফি পরিশোধ করা।

3

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ে উপস্থিত থাকা।

4

আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় দালিলিক প্রমাণাদি জমাকরণ।

5

সংশ্লিষ্ট দালিলিক প্রমাণাদির মূল সনদ সাথে রাখা।

6

শৃঙ্খলা বজায় রাখা এবং বিধিবিধান অনুসরণ পূর্বক সেবা প্রহণ করা।