গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর।
passport.jamalpur.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
1.ভিশন ও মিশন
ভিশনঃ জামালপুর জেলায় বসবাসকারী নাগরিকদের বহির্বিশ্বে ভ্রমণ নিরাপদ করা ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজিকরণ।
মিশনঃ জামালপুর জেলায় বসবাসকারী নাগরিকদের বহির্বিশ্বে ভ্রমণ নিরাপদ করার লক্ষ্যে সেবা প্রত্যাশী নাগরিককে সহজে ও দ্রুততম সময়ে আন্তর্জাতিক মানের পাসপোর্ট প্রদান।
2. প্রতিশ্রুত সেবাসমূহ(নাগরিক সেবা)
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান |
সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
||||||||||||||||||||
ইলেকট্রনিক(E-Passport) পাসপোর্ট ইস্যু |
অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। |
1) অনলাইনে পূরণকৃত আবেদন 1 কপি, উল্লেখ্য হাতে লেখা আবেদন গ্রহণযোগ্য নয়। 2) 1(এক) কপি জাতীয় পরিচয়পত্র(NID- 20 বছরের উর্ধে) অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ(BRC-18 বছরের নিন্মে);18-20 বছরের বয়সীদের ক্ষেত্রে NID/ BRC প্রযোজ্য হবে।
|
ই-পাসপোর্ট ওয়েব সাইট www.epassport.gov.bd এ আবেদন সহ নির্দেশনা রয়েছে। |
*15% ভ্যাট সহ।
|
3. আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রুত/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করনীয় |
1 |
নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান। |
2 |
নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় ফি পরিশোধ করা। |
3 |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ে উপস্থিত থাকা। |
4 |
আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় দালিলিক প্রমাণাদি জমাকরণ। |
5 |
সংশ্লিষ্ট দালিলিক প্রমাণাদির মূল সনদ সাথে রাখা। |
6 |
শৃঙ্খলা বজায় রাখা এবং বিধিবিধান অনুসরণ পূর্বক সেবা প্রহণ করা। |