সাম্প্রতিক বছরের প্রধান অর্জনসমূহ
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর ২০১৪ সাল থেকে ভাড়া কৃত ভবনে MRP ইস্যু করে আসছে। এর আগে অত্র অফিস হতে হাতে লেখা পাসপোর্ট নবায়ন করা হতো। বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর ০৩/১২/২০১৪ খ্রিঃ তারিখ হতে MRP ইস্যু কার্যক্রম শুরু হয়। MRP শুরু প্রাক্কালে জামালপুর জেলার ০৭ টি উপজেলা (ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ এবং সরিষাবাড়ী)- এর নাগরিকদের সেবা প্রদান করে আসছে। MRP শুরু তারিখ থেকে ৩০/০৬/২০১৭ খ্রিঃ তারিখ পর্যন্ত ২৪,৯০৮ টি MRP ইস্যু করা হয়েছে।
২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ
অফিসের ফেসবুক পেজ খোলার মাধ্যমে আবেদনকারীদের পোষ্টকৃত বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে।
প্রবাসী বাংলাদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাসপোর্ট প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস